
গত তিন দশকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো উল্লেখযোগ্য উন্নতি করেছে। বৈশ্বিক জিডিপির ৪০ শতাংশ জোগান দিচ্ছে এই অঞ্চল। কিন্তু কোভিড-১৯ এসে সব হিসাব যেন এলোমেলো করে দিয়েছে।
কোভিডের আগে বাণিজ্য সুরক্ষানীতি ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণেও এই অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছিল। তাতে কোম্পানিগুলোকে সরবরাহ ব্যবস্থায় নতুন করে ভারসাম্য আনতে হয়েছে। জনগোষ্ঠীর বয়স বেড়ে যাওয়া নতুন আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে তরুণ জনগোষ্ঠীকে নতুন দক্ষতা রপ্ত করতে হবে।
এই পরিস্থিতিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কী করতে হবে, তা নিয়ে সমীক্ষা করেছে প্রাইস ওয়াটারহাউস কুপার্স।