
খাগড়াছড়ি থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টে চাকরি করতে এসে মিন্টু চাকমা (২৪) ও অভিনয় চাকমা (২২) নামের দুই বৌদ্ধ যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
আজ (শুক্রবার) শ্রীমঙ্গল শহর জামে মসজিদে জুমার নামাজের আগে তারা কালেমা পড়ে ইসলাম ধর্মে দীক্ষিত হন। তাদের কালেমা পাঠ করান মসজিদের খতিব ও ইমাম মাওলানা হাফেজ আবদুল কুদ্দুস নিজামী। ইসলাম ধর্ম গ্রহণের পর মিন্টু চাকমার নাম রাখা হয় আবুবকর ও অভিনয় চাকমার নাম রাখা হয় মোহাম্মদ আলী।
জানা যায়, মিন্টু খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের চার যৌথ খামার এলাকার বিমেন্দু চাকমার ছেলে। আর অভিনয় একই ইউনিয়নের কাটা রঙছড়া এলাকার রাজেশ চাকমার ছেলে।
এ বিষয়ে তারা জানান, সুরেশ দেওয়ান নামের তাদের এক মামাতো ভাই গত চার বছর আগে ইসলাম গ্রহণ করে নাম পাল্টে বর্তমানে ওমর ফারুক পরিচয়ে আছেন। তার অনুপ্রেরণায় তারা ইসলাম গ্রহণ করেছে।
তারা বলেন, তারা পরস্পর খালাতো ভাই। তাদের মামাতো ভাই ওমর ফারুক বিয়ে করেছেন সুনামগঞ্জে। তারা বর্তমানে শ্রীমঙ্গল্লে চাকরির জন্য এসেছে। ধর্ম ত্যাগ করায় পরিবার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর ঢাকায় নোটারি পাবলিকে এভিডেভিড করে ইসলাম ধর্মগ্রহণের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন এ দুই যুবক।